Subscribe Us

গণসংঘ বলতে কী বোঝ

প্রশ্নঃ গণসংঘ বলতে কী বোঝ ? 

উত্তর : গণসংঘ কথাটি প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থগুলিতে পাওয়া যায় , এবং এটি সম্ভবত এটি প্রজাতন্ত্রী বা কখনও কখনও স্থানভেদে অভিমততান্ত্রিক বৈশিষ্ট্য সম্বলিত সংগঠন । ভারতীয় রাজন্যবর্গের ভৌগোলিক সীমানায় এই গণসংঘগুলি যথেষ্ট শক্তিশালী ছিল । এই সংগঠনগুলির মূল কাজ ছিল সংশ্লিষ্ট রাজন্যবর্গের রাজ্যসীমাকে বৃদ্ধি করা । সাধারণত এই গণসংঘগুলি কোন একটি জাতিগোষ্ঠীর দ্বারা নির্মিত হত ( যেমন— শাক্য ) আবার কখনও এগুলি একাধিক জাতিগোষ্ঠীর একটা মিলিত সংগঠন হিসাবেও সক্রিয় থাকত ।