Subscribe Us

আদি শিব কী

প্রশ্ন: ‘ আদি শিব ' কী ? 

উত্তর : হরপ্পায় উৎখননে প্রাপ্ত একটি সীলমোহরে বাঘ , হাতি , গন্ডার , মোষ ও হরিণ এই পাঁচটি পশু দ্বারা পরিবৃত ও ত্রিমুখবিশিষ্ট্য ধ্যানমগ্ন এক যোগীমূর্তি দেখা যায় । মূর্তিটির মাথায় দুটি শিং আছে । হিন্দুধর্মের অন্যতম দেবতা শিব যিনি পশুপতিনাথ নামেও পরিচিত , তার সাথে বহুলাংশে মিল রয়েছে । শিব হলেন ত্রিমুখ , পশুপতি ও যোগেশ্বর । তবে শিবের প্রধান বাহন ষাঁড় এই চিত্রে অনুপস্থিত , এই কারণে একে ‘ আদি শিব ’ বা ‘ Proto Shiva ' বলা হয়েছে ।