প্রশ্ন : ঋগ্বেদের রচনাকাল সম্পর্কে কী জানা যায় ?
উত্তর : ( i ) বোখাজকোই শিলালিপিতে ইন্দ্র , বরুণ , মিত্র প্রভৃতি বৈদিক দেবতার কথা আছে । তেল - লে আর্মানার শিলালিপিতে সিরিয়ার রাজাদের নামকরণে সংস্কৃত প্রভাব লক্ষ্য করা যায় । এই লিপি দুটির রচনাকাল ১৪০০ খ্রিঃপূঃ বলে ধরা হয় । এর উপর ভিত্তি করে ঋগ্বেদের রচনাকাল অন্ততপক্ষে ১৪০০ খ্রিস্টপূর্ব বলে মনে হয় ।
( ii ) ঋগ্বেদের ভাষা সংস্কৃতের সাথে প্রাচীন পারসিক ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তার মিল পাওয়া যায় , যার রচনাকাল ১০০০ খ্রিঃপূঃ - র বলে অনুমান করা হয় । বাসাম তাই সিদ্ধান্তে এসেছেন ঋগ্বেদ ১৫০০-১০০০ খ্রিস্টপূর্ব সময়কালে বহু ঋষি - মুনিদের যৌথ পরিশ্রমে রচিত হয়েছিল ।