প্রশ্নঃ ‘ আর্য ’ শব্দার্থ কী ? কে নিজেকে ‘ আর্যবংশসম্ভূত প্রধান আর্য ' বলে উল্লেখ করেছেন ?
উত্তরঃ ‘ আর্য শব্দের খাঁটি সংস্কৃত অর্থ হল ‘ সত্বংশজাত ব্যক্তি ' । আবার ইউরোপীয় পণ্ডিত ম্যাক্সমূলার , স্যার উইলিয়াম জোনস প্রভৃতির মতে , আর্য একটি ভাষা গোষ্ঠীর নাম । খ্রিস্টকপূর্ব ৪৮৬ অব্দে লিখিত এক শিলালিপিতে পারসিক সম্রাট প্রথম দরায়ুস নিজেকে এভাবে বর্ণনা করে গৌরব বোধ করেছেন ।