Subscribe Us

হরপ্পা সভ্যতায় মাতৃকা পূজা সম্পর্কে কী জানা যায়

প্রশ্ন : হরপ্পা সভ্যতায় মাতৃকা পূজা সম্পর্কে কী জানা যায় ? 

উত্তর : হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলি থেকে অসংখ্য নারীমূর্তি আবিষ্কৃত হওয়ায় ঐতিহাসিকদের অনুমান , এই কালপর্বে মাতৃকা পূজা খুব জনপ্রিয় ছিল । কোন কোন গায়ে ধোঁয়ার চিহ্ন স্পষ্ট । সম্ভবত দেবীকে প্রসন্ন করতে হরপ্পাবাসী ধূপ , দীপ জ্বালাতো । সর্বোপরি সীলমোহরে উৎকীর্ণ মূর্তি থেকে মনে হয় দেব - দেবীর কাছে বর লাভের আশায় তারা জীবজন্তু এমনকী নরবলি দিত ।