Subscribe Us

বৈদিক ধর্মাচরণে যজ্ঞের গুরুত্ব কী

প্রশ্নঃ বৈদিক ধর্মাচরণে যজ্ঞের গুরুত্ব কী ? 

উত্তরঃ বৈদিক ধর্মচিন্তা ছিল যজ্ঞকেন্দ্রিক । পার্থিব জীবন সুখী ও সমৃদ্ধ করে । তোলার বাসনায় আর্যরা দেবদেবীর সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করতেন । যজ্ঞের প্রধান পরিচালক ছিলেন পারদর্শী পুরোহিত বা ব্রাহ্মণ । যজ্ঞ প্রক্রিয়া ছিল জটিল ও ব্যয় বহুল । যজ্ঞের পরিচালক হিসাবে পুরোহিত শ্রেণি ধীরে ধীরে সমাজে প্রাধান্য স্থাপন করতে শুরু করেছিল । পারিবারিক যজ্ঞ যেমন হত , তেমনি সমগ্র গ্রাম বা উপজাতি বা রাজারা বিরাট যজ্ঞের অনুষ্ঠান করত । কোন কোন যজ্ঞে পশুবলির ব্যবস্থা ছিল ।