Subscribe Us

বানাস সংস্কৃতি ( আহার সংস্কৃতি ) কী

প্রশ্ন : ' বানাস সংস্কৃতি ' ( আহার সংস্কৃতি ) কী ? 

উত্তর : বর্তমান রাজস্থানের উদয়পুরের কাছে আহারকে কেন্দ্র করে হরপ্পার সমকালীন যুগে বানাস ও তার উপনদীগুলোর তীরে ( দক্ষিণ - পূর্ব রাজস্থান ) একটি উন্নত সংস্কৃতি গড়ে ওঠে । আহারের স্থান নাম অনুসারে এটিকে ‘ আহার সংস্কৃতি বলা হয় । আবার বানাস নদীর নাম অনুসারে এটি ‘ বানাস সংস্কৃতি ' নামের পরিচিতি লাভ করে । এই সভ্যতার ব্যাপ্তি ছিল খ্রিস্ট পূর্ব ৩০০০-১৩০০ অব্দ । এই সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য ছিল লাল - কালো রঙের মৃৎপাত্র এবং এর গায়ে • সাদা রঙের অলঙ্করণ ।