প্রশ্নঃ ঋকবেদে ‘ ইন্দ্র’র ভূমিকা কীভাবে বর্ণিত আছে ?
উত্তর : যুগে আর্যদের অন্যতম মহাপ্রতাপশালী দেবতা ছিলেন ‘ ইন্দ্ৰ ' । তিনি যুদ্ধ ও বজ্রের দেবতা । ঋকবেদে প্রায় আড়াইশটি সূত্তে ( শ্লোকে ) তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে । তাঁর দুটি ভূমিকা হল—
( ১ ) যুদ্ধ দ্বারা রাজ্য বিস্তার , শত্রু ও দস্যু ধ্বংস সাধন
( ২ ) আবহাওয়া নিয়ন্ত্রণ করা ।