প্রশ্নঃ লিচ্ছবিদের সম্বন্ধে কী জান ?
উত্তরঃ স্বাধীনতাপ্রিয় লিচ্ছবিগণ ছিল বর্তমান বিহারের মজঃফরপুর জেলার অধিবাসী । বৈশালী ছিল লিচ্ছবিদের রাজধানী । বৈশালী নগরীতে জৈনধর্মের প্রবর্তক মহাবীর জন্মগ্রহণ করেন । গৌতম বুদ্ধও কয়েকবার বৈশালী ভ্রমণ করেন । বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ - সঙ্গীতি অনুষ্ঠিত হয় । মজঃফরপুর জেলায় বসরাকে প্রাচীন বৈশালী বলে সনাক্ত করা হয়েছে ।