প্রশ্নঃ ভারতের প্রাচীনতম সভ্যতা কোথায় বিকাশলাভ করেছিল ? এই সভ্যতার দুটি কেন্দ্রের নামোল্লেখ কর ।
উত্তর : ভারতের প্রাচীনতম সভ্যতা সিন্ধু - উপত্যকা অঞ্চলে ( বর্তমান পাকিস্তানের অন্তর্গত ) বিকাশলাভ করেছিল । এই সভ্যতার দুটি প্রধান কেন্দ্র হল :
( ১ ) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদরো । এ শহরটি সিন্ধুনদের তীরে অবস্থিত
( ২ ) পাঞ্জাবের মুলতান জেলায় হরপ্পা । এ শহরটি রাভি নদীর তীরে অবস্থিত ।