Subscribe Us

সোয়ান শিল্প বা সোয়ান সংস্কৃতি কী

প্রশ্ন : ' সোয়ান শিল্প ’ বা ‘ সোয়ান সংস্কৃতি ' কী ? 

উত্তর : প্রাচীন প্রস্তর যুগে পাঞ্জাবের সোয়ান অঞ্চলে হাতিয়ার তৈরির যে বিশেষ রীতি গড়ে উঠেছিল , তাকে ' সোয়ান শিল্প ’ বলা হয় । এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য ছিল , একমুখী ও দুইমুখী কোপানী । পাথরের তৈরি এই অস্ত্রগুলো প্রথম দিকে ছিল ওজনে ভারি এবং এর ফলাগুলো ছিল আঁকাবাঁকা । পরবর্তীকালে পাথরের চটা খসানোর কৌশল আবিষ্কৃত হলে অস্ত্রগুলো হালকা পাতলা ও উন্নত হয়ে ওঠে । এই শিল্পের তিনটি পর্যায় লক্ষ্য করা যায়— আদি , মধ্যবর্তী ও বিবর্তিত । নিম্ন –প্রস্তর যুগে এর প্রথম দুই পর্যায়ের বিকাশ ঘটে । সোয়াম অঞ্চলের আদি - প্রস্তর সংস্কৃতি তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য ‘ সোয়ান সংস্কৃতি নামে পরিচিতি লাভ করে ।