প্রশ্নঃ বজ্রযান কী ?
উত্তর : বুদ্ধদেবের মৃত্যুর পর মঠের শ্রমণরা আরামপ্রিয় ও বিলাসী হয়ে ওঠে । পরবর্তীকালে সন্ন্যাসীরা মূল বৌদ্ধ নৈতিকতা থেকে সরে এসে অতীন্দ্রিয়বাদে আকৃষ্ট হয়ে বজ্রযান নামে এক নতুন বৌদ্ধ শাখার জন্ম দেন । বজ্রযানীরা মোহিনী শক্তি আয়ও করে দেবদেবীদের মনুষ্য লালসাপূরণে বাধ্য করতে চেয়েছিলেন । এককথায় বৌদ্ধধর্মের এই শাখা ক্রমশ তন্ত্রসাধনায় অগ্রসর হয় ।