Subscribe Us

আহার সংস্কৃতি কী

প্রশ্ন : ‘ আহার সংস্কৃতি কী ? 

উত্তর : রাজস্থানের উদয়পুরের কাছে আহার নামক স্থানে একটি নব্য প্রস্তর ও তাম্র স্তর যুগীয় সর্ববৃহৎ সংস্কৃতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে । স্থানটির নাম অনুসারে এটি ‘ আহার সংস্কৃতি ' নামে পরিচিত । এই সংস্কৃতির বৈশিষ্ট্য ‘ কালো ও লাল রঙের মৃৎপাত্র । পাত্রগুলোর ভেতরটি এবং কানার ও গলার কিছুটা কালো অবশিষ্ট লাল । অনেক মৃৎপাত্রে সাদা জ্যামিতিক চিহ্নও লক্ষ্য করা যায় । প্রত্নকেন্দ্রটিতে কৃষিজীবনের ব্যাপক নিদর্শন পাওয়া গেছে । তামার হাতিয়ার ।