Subscribe Us

সিন্ধু সভ্যতার যুগে ধর্মভাবনা কেমন ছিল

 প্রশ্নঃ সিন্ধু সভ্যতার যুগে ধর্মভাবনা কেমন ছিল ?

উত্তরঃ সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত সীলমোহর ও মূর্তি থেকে জানা যায় , সেখানে মূর্তিপূজা প্রচলিত ছিল । নারীমূর্তিও পূজা করা হত । একটি সীলমোহরে ধ্যানমগ্ন যোগীপুরুষের মূর্তি পাওয়া গেছে , যার মাথায় শৃঙ্গ ও চারদিকে বিভিন্ন পশুর ছবি খোদিত ছিল , যাকে আদি শিব বা পশুপতি বলে গণ্য করা হত । এছাড়া গাছ , নদনদী প্রভৃতি প্রাকৃতিক শক্তি এবং জীবজন্তুর পূজা করা হত ।