Subscribe Us

আর্যরা কেন অনার্যদের অনাস – কৃষ্ণত্বাচ ও মৃধবাচ হিসাবে অভিহিত করেছিল

প্রশ্নঃ আর্যরা কেন অনার্যদের অনাস , কৃষ্ণত্বাচ ও মৃধবাচ হিসাবে অভিহিত করেছিল ?

 উত্তরঃ অনার্যদের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্যের মনোভাবের কারণে আর্যরা তাদের প্রতি এই শব্দগুলি ব্যবহার করত । অনার্যদের নাক তীক্ষ্ণ ছিল না বলে অনাস , শরীরে রঙ কালো ছিল তাই কৃষ্বত্বাচ বলে অভিহিত করতো । অন্যদিকে আর্যদের কাছে তাদের ভাষা অবোধ্য বলে বিবেচিত হওয়ায় অনার্যরা ছিল মৃধবাচ ।