প্রশ্নঃ মহাকাব্যের যুগে জাতিভেদ প্রথা কিরূপ ছিল ?
উত্তর : এযুগে জাতিভেদ প্রথার কঠোরতা ছিল না । মহাভারতে অসবর্ণ বিবাহের পরিচয় মেলে । ব্রাহ্মণ দ্রোণ ক্ষত্রিয় কুরু ও পাণ্ডবদের অস্ত্রগুরু ছিলেন । তেমনি রামায়ণে রামচন্দ্র গুহক চন্ডালের সঙ্গে মিত্রতা করেছিলেন ।