প্রশ্নঃ বিনয় পিটকে এবং অভিধৰ্ম্ম পিটকে কী আলোচিত হয়েছে ? সূত্ত পিটক বৌদ্ধধর্মের কোন দিকের প্রতি আলোকপাত করে ?
উত্তরঃ বৌদ্ধ ভিক্ষুদের মঠজীবন সম্পর্কিত বিধান এবং সঙ্ঘ পরিচালনার নিয়ম বিনয় পিটকের আলোচ্য বিষয় । বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক বা দার্শনিক দিক অভিধম্ম পিটকে আলোচিত হয়েছে । বৌদ্ধধর্মের নৈতিক দিকগুলির উপর সৃত্তপিটক আলোকপাত করে ।