Subscribe Us

মধ্যপ্রস্তর যুগ ( Mesolithic Age ) বলতে কী বোঝ

 প্রশ্ন : মধ্যপ্রস্তর যুগ ( Mesolithic Age ) বলতে কী বোঝ ? 

উত্তর : আনুমানিক ৮০০০ খ্রিঃ পূঃ থেকে ৪০০০ খ্রিঃ পূঃ পর্যন্ত এই যুগ স্থায়ী হয়েছিল । এই পর্বে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি হালকা ও ক্ষুদ্র হয়েছিল । এই পর্বের শেষদিকে মৃৎশিল্প ও কৃষিকার্যের সূচনা হয়েছিল । তবে কুমোরের চাকা তখনও আসেনি ।