Subscribe Us

প্রোটো হিস্টোরিক ( Proto Historic Age ) বা প্রায় ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ

 প্রশ্ন → প্রোটো হিস্টোরিক ( Proto Historic Age ) বা প্রায় ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ ? 

উত্তর →অধিকাংশ ঐতিহাসিক প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের সন্ধিক্ষণে একটা নতুন যুগের সন্ধান করেছেন যাকে প্রায় ঐতিহাসিক বা Proto - Historic Age বলে অভিহিত করা হয় । এই পর্বে লিপির আবিষ্কার হয়েছিল কিন্তু সেই লিপির অদ্যাবধি পাঠোদ্ধার সম্ভব হয়নি । যেমন , হরপ্পা সংস্কৃতির কথা এ প্রসঙ্গে বলা যেতে পারে ।