Subscribe Us

【2022】ইতিহাস ছোট প্রশ্ন এবং উত্তর || গ্রীক পলিস স্পাটা , এথেন্স এবং দাসভিত্তিক সমাজ B.A FIRST YEAR HISTORY

xপ্রশ্নঃ প্রাচীন গ্রীসের চারটি পলিসের নাম কি ? 

উত্তর : এথেন্স , স্পার্টা , করিন্থ ও আর্গস চারটি উল্লেখযোগ্য পলিস । 

প্রশ্ন : অ্যারিস্টটল পলিসের কোন কোন দিকগুলির উপর দৃষ্টি দেন ?

উত্তর : অ্যারিস্টটল পলিসের স্বাস্থ্য , প্রতিরক্ষা , রাজনৈতিক কাজকর্ম এবং উপযুক্ত পরিবেশের উপর গুরুত্ব দেন ।

প্রশ্ন : কোন কোন নাটকে পলিসের কথা উল্লিখিত আছে ?

উত্তর : সফোক্লিসের ‘ আন্তিগোনে ’ ও ‘ রাজা অয়দিপাউস ' নাটকে , এবং অ্যারিস্টোফিনিসের ‘ আখারনিয়াসন ’ নাটকে পলিসের কথা আছে ।

প্রশ্ন : অ্যাক্রোপলিস ' কী ?

উত্তর : গ্রীসে বহু নগর তৈরী হয়েছিল নগর দূর্গকে কেন্দ্র করে । এই ধরনের দূর্গকে বলা হত ‘ অ্যাক্রোপলিস ' ।

প্রশ্ন : গ্রীক নগররাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় নগররাষ্ট্র কোন্‌টি ? এর আয়তন কত ছিল ?

উত্তর : গ্রীক নগররাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় নগর রাষ্ট্র হল স্পার্টা । স্পার্টার আয়তন • ছিল প্রায় ৩২০০ বর্গমাইল ।

প্রশ্ন : ইউনমিয়া ’ ও ‘ আইসনমিয়া ’ বলতে কী বোঝ ?

উত্তর : ‘ ইউনমিয়া ’ হল আইনের দ্বারা শাসিত সুশৃঙ্খল রাষ্ট্র । ' আইসনমিয়া ’ হল রাজনৈতিক অধিকারের সাম্যের ধারণা ।

প্রশ্ন : ' জিহোবা ' কে ছিলেন ?

উত্তর : জিহোবা ' ছিলেন গ্রীসের পলিসের দেবতা । ‘ জিহোবা ’ আবার সমগ্র গ্রীক জাতিরই দেবতা বলে গণ্য হতেন ।

প্রশ্ন : হেটাইরা কারা ? পেরিক্লিসের হেটাইরার নাম কর ।

উত্তর : গ্রীসে স্ত্রী - বাদ দিয়ে পরনারীদের বলা হত হেটাইরা । পেরিক্লিসের পরনারী বা হেটাইরার নাম ছিল আসপাসিয়া।

প্রশ্ন : ' হৌই অলিগই ’ ( hoi oligoi ) ও ‘ হৌই পোল্লৌই ’ ( hoi polloi ) বলতে কী বোঝ ?

উত্তর : প্রাচীন গ্রীসে ধনীদের বলা হত ' হৌই অলিগই ’ । দরিদ্র নাগরিকদের বলা হত ‘ হোঁই পোল্লৌই ’ ।

 প্রশ্ন : গ্রীক সভ্যতার ভিত্তি কী ছিল ? গ্রীসে তা কী নামে পরিচিত ছিল ?

উত্তর : গ্রীক সভ্যতার ভিত্তি ছিল গ্রাম । গ্রীসে তা চোরা ( Chora ) নামে পরিচিত ছিল ।

প্রশ্ন : দুটি গ্রীক নাটকের নাম কর যেখানে পলিস সম্পর্কিত উক্তি রয়েছে ।

উত্তর : সফোক্লিসের নাটক অ্যান্তিগোনেতে পলিস সম্পর্কিত উক্তি রয়েছে । এছাড়া এ্যারিস্টোফানেসের ‘ আখারনিয়ান্স ’ নাটকেও পলিস সম্পর্কিত উক্তি রয়েছে ।

প্রশ্ন : ' বোয়েসিয়ান কনফেডারেসী ' কার নেতৃত্বে গঠিত হয়েছিল ? লিউট্রার যুদ্ধে থিবান সেনাপতি কে ছিলেন ?

উত্তর : থিবসের নেতৃত্বে ‘ বোয়েসিয়ান কনফেডারেসী ’ গঠিত হয়েছিল । লিউট্রার যুদ্ধে থিবান সেনাপতি ছিলেন এপামিনডাস ।

প্রশ্ন : গ্রীসের কোন দেশ সর্বপ্রথম অর্থের বিনিময়ে দাস ক্রয় করেছিল ? কার লেখা থেকে এই তথ্য জানা যায় ?

উত্তর : গ্রীসের কিওস সর্বপ্রথম অর্থের বিনিময়ে দাস ক্রয় করেছিল । থিয়োমপসের লেখা থেকে এই তথ্য জানা যায় ।

প্রশ্ন : স্পার্টা এবং সিসিলিতে দাসদের কী নামে অভিহিত করা হত ?

উত্তর :  স্পার্টাতে দাসদের হেলট বলা হত । সিসিলিতে দাসদের কাইলিরি নামে অভিহিত করা হত ।

প্রশ্ন : থেসালি , ক্রীট এবং হেরাক্লিয়াপন্টিকার দাসরা কি নামে পরিচিত ?

উত্তর : থেসালির দাসরা পেনেসটাই , ক্রীটের দাসরা ক্লারোটাই নামে পরিচিত ছিল । হেরাক্লিয়াপন্টিকার দাসরা ম্যারাডিনি নামে পরিচিত ছিল ।

প্রশ্ন : ' অয়কিয়া ' এবং ' কোম ' বলতে কী বোঝ ?

উত্তর : গ্রীসে পরিবারকে বলা হত ‘ অয়কিয়া ' । গ্রীসে গ্রামকে বলা হত ' কোম ' ।

প্রশ্ন : গেরুসিয়াতে মোট কতজন সদস্য ছিল ? গেরুসিয়াতে সদস্য হওয়ার ন্যূনতম বয়সসীমা কত ছিল ?

উত্তর : গেরুসিয়াতে মোট তিরিশজন সদস্য ছিল । গেরুসিয়াতে সদস্য হওয়ার ন্যূনতম বয়সসীমা ছিল ষাট বছর ।

প্রশ্ন : অ্যাগগ্ কী ?

উত্তর : স্পার্টার নাগরিককে শৈশব থেকে প্রৌঢ়ত্ব পর্যন্ত কঠোর নিয়মশৃঙ্খলা পালন করতে হোত । এই প্রক্রিয়াকে বলা হত অ্যাগগ্ ।

প্রশ্ন : স্পার্টার রাষ্ট্রীয় পরিষদ কী নামে পরিচিত ? কত বছর বয়সে নাগরিকরা এর সদস্যপদ পেত ?

উত্তর : স্পার্টার রাষ্ট্রীয় পরিষদ এ্যাপেলা নামে পরিচিত । ত্রিরিশ বছর বয়সে নাগরিকরা এর সদস্যপদ পেত ।

প্রশ্ন : ইফোর কারা ? স্পার্টার নাগরিকদের মধ্যে কতজন ইফোর নির্বাচিত হত ?

উত্তর : জনসাধারণের মধ্যে থেকে নির্বাচিত ম্যাজিস্ট্রেটদের স্পার্টাতে ইফোর বলা হত । স্পার্টার নাগরিকদের মধ্যে পাঁচজন ইফোর নির্বাচিত হত ।

প্রশ্ন : পেইডোনোমস কারা ?

উত্তর : স্পার্টাতে সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রীয় কর্মচারীদের পেইডোনোমস বলা হত । সমরবিদ্যা শিক্ষার জন্য পেইডোনোমসরা ছিলেন উল্লেখযোগ্য ।

প্রশ্ন : স্পার্টার জনগণ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল ? সেগুলি কী কী ?

উত্তর : স্পার্টার জনগণ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল । 

( ক ) নাগরিক বা মূল স্পার্টান ,

( খ ) হেলট , 

( গ ) পেরিওকয় ।

প্রশ্নঃ ‘ পলিটিক্স ' এবং ' লাইফ অফ লাইকারগাস ' গ্রন্থগুলির লেখক কারা ?

উত্তর : ‘ পলিটিক্স ’ গ্রন্থটির লেখক অ্যারিস্টটল । ' লাইফ অফ লাইকারগাস ’ গ্রন্থটির লেখক প্লুটার্ক ।

প্রশ্নঃ  হপলাইট কারা ? কোন্ নগররাষ্ট্রে প্রথম হপলাইট ভোটাধিকার স্বীকৃতি পেয়েছিল ?

উত্তর : স্পার্টার ভারী অস্ত্রবাহী সেনাবাহিনীকে হপলাইট বলা হত । স্পার্টাতে প্রথম ‘ ইপলাইট ভোটাধিকার ’ স্বীকৃতি পেয়েছিল ।

প্রশ্ন : সিনিস্কা কে ছিলেন ?

উত্তর : খ্রীস্টপূর্ব চতুর্থ অব্দে স্পার্টার রানী ছিলেন সিনিস্কা । তিনি গ্রীসের অলিম্পিকের ঘোড়দৌড়ে বিজয়ী হয়েছিলেন । 

প্রশ্ন :পেরিওকয় কথাটির অর্থ কী ? পেরিওকয়রা অপর কী নামে পরিচিত ছিল ? 

উত্তর : পেরিওকয় কথাটির অর্থ হল যারা কাছাকাছি বাস করে । পেরিওকয়রা ‘ ল্যাসিডেমোনিয়ান ' নামে পরিচিত ছিল ।

প্রশ্ন : এপিক্লেরস কী ?

উত্তর : প্রাচীন গ্রীসে যে নারী পিতার একমাত্র সন্তান ও সম্পত্তির উত্তরাধিকারিণী তাকে ‘ এপিক্লেরস ’ বলা হত । হেরোডোটাসের লেখায় ‘ এপিক্লেরস ’ এর উল্লেখ রয়েছে ।

প্রশ্ন : স্পার্টা কখন মেসেনিয়া আক্রমণ করেছিল ? 

উত্তর : স্পার্টা ৭৩০-৭১০ খ্রীস্ট পূর্বাব্দে প্রথমবার মেসেনিয়া আক্রমণ করেছিল । এরপর ৬৪০-৬৩০ খ্রীষ্টপূর্বাব্দের সময়কালে মেসেনিয়া আক্রমণ করেছিল ।

প্রশ্ন : ‘ ক্রিপটিয়া ’ কথাটির অর্থ কী ? কোথায় এদের অস্তিত্ব ছিল ?

উত্তর : ‘ ক্রিপটিয়া ’ কথাটির অর্থ হল — ‘ গোপন পুলিশবাহিনী ' । স্পার্টাতে এদের অস্তিত্ব ছিল ।

প্রশ্ন : ' হেলেনোটামিয়াই ' ( hellenotamiai ) কারা ছিলেন ?

উত্তর : এথেন্সের ম্যাজিস্ট্রেটদের ‘ হেলেনোটামিয়াই ’ বলা হত । এই ম্যাজিস্ট্রেটরা ডিলিয়ান লীগের তহবিল দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন ।

প্রশ্ন : থেসস্ কবে , কেন ডিলিয়ন লীগ থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ?

উত্তর : ৪৬৫ খ্রীস্টপূর্বাব্দে খনির অধিকারকে কেন্দ্র করে এথেন্স ও থেসস্ দ্বীপের সঙ্গে সংঘাত বেধেছিল । যার ফলে থেসস্ ডিলিয়ান লীগ থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ।

প্রশ্ন : ক্যালিয়াস এর শান্তিচুক্তি ' ( Peace of Callias ) কবে , কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর : ক্যালিয়াস এর শান্তিচুক্তি ' ৪৪৯-৪৪৮ খ্রীস্টপূর্বাব্দে হয়েছিল । এই চুক্তিটি পারস্য এবং ডিলিয়ন লীগের মধ্যে হয়েছিল । 

প্রশ্ন : ডেলসের রাষ্ট্রসংঘের তিনটি সদস্য রাষ্ট্রের নাম লেখ ।

উত্তর : ডেলসের রাষ্ট্রসংঘে বহু রাষ্ট্র যোগদান করেছিল । ডেলসের রাষ্ট্রসংঘের তিনটি সদস্য রাষ্ট্র হল – 

( ক ) লেসবস , 

( খ ) কিয়স ,

( গ ) স্যামস ।

প্রশ্ন : কবে , কাদের মধ্যে ত্রিশ বছরের শান্তিচুক্তি হয়েছিল ?

উত্তর : ৪৪৬-৪৪৫ খ্রীষ্ট পূর্বাব্দের মধ্যে ত্রিশ বছরের শান্তিচুক্তি হয়েছিল । ত্রিশ বছরের শান্তিচুক্তি হয়েছিল — স্পার্টা এবং এথেন্সের মধ্যে ।

প্রশ্ন : ‘ ক্লেরুচি ’ বলতে কী বোঝ ? একটি ক্লেরুচির নাম কর ।

উত্তর : ক্লেরুচি বলতে বোঝায় মিত্র রাষ্ট্রের মধ্যে এথেনীয়দের উপনিবেশ । একটি ক্লেরুচি হল — ইমব্রস ।

প্রশ্ন : এথেন্সের স্থাপিত ক্লেরুচির মধ্যে যে কোন দুটি রাষ্ট্রের নাম কর ।

উত্তর : এথেন্সের স্থাপিত বহু রাষ্ট্রে ক্লেরুচি ছিল । তার মধ্যে দুটি রাষ্ট্র হল—

( ক ) ইয়ন ,

( খ ) লেমনস্ ।

প্রশ্ন : ডেলসের রাষ্ট্রসংঘের নেতৃত্ব - কে দিয়েছিল ? ডেলসের রাষ্ট্রসংঘের কোষাগার কোথায় ছিল ?

উত্তর : ডেলসের রাষ্ট্রসংঘের নেতৃত্ব দিয়েছিল এথেন্স । ডেলসের রাষ্ট্রসংঘের কোষাগার ছিল ডেলস দ্বীপে ।

প্রশ্ন : কে , কবে এথেন্সের প্রতিষ্ঠা করেন ?

উত্তর :  খ্রীষ্টপূর্ব অষ্টম অব্দে এথেন্সের প্রতিষ্ঠা হয়েছিল । রাজা থেসিউস ( Theseus ) এথেন্স ও অ্যাটিকাকে নিয়ে একত্রে এথেন্সের প্রতিষ্ঠা করেন ।

প্রশ্ন : এথেন্সের দুটি প্রশাসনিক পদের নাম লেখ । 

উত্তর : এথেন্সের দুটি প্রশাসনিক পদ হল— ( ক ) আর্কন , ( খ ) পোলেমার্ক । একজন আর্কন ছিলেন ব্যাসিলিউস্ । ড্যামিসিয়াসও আর্কন ছিলেন ।

প্রশ্ন : হেক্‌ক্টামোরয় কারা ?

উত্তর : এথেন্সে হেক্‌ক্টামোরয়রা ছিল স্বত্বাধিকারী কৃষক । যারা ভূস্বামীদের এক - ষষ্ঠাংশ হারে কর দিত ।

প্রশ্ন : ' হেলাইয়া ' ( heliea ) কী ? কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : ‘ হেলাইয়া ’ হল জনসাধারণের আদালত । এই ‘ হেলাইয়া ’ প্রতিষ্ঠা করেন সোলন ।

প্রশ্ন : পিসিসট্যাটাস ' কে ছিলেন ?

উত্তর : অ্যাটিকার পূর্ব উপকূলভাগের নেতৃত্ব দিয়েছিলেন অভিজাত পিসিসট্র্যাটাস । এথেন্সে তিনি একজন টাইরান্ট হিসাবে পরিচিত ছিলেন ।

 প্রশ্ন : কে হেকটেমোরস প্রথার বিলোপ করেছিলেন ? তিনি কবে এথেন্স ত্যাগ করেন ?

উত্তর : সোলন হেকটেমোরস প্রথার বিলোপ করেছিলেন । সোলন ৫৪৯ খ্রীস্টপূর্বাব্দে এথেন্স ত্যাগ করেন ।

প্রশ্ন : স্যালামিসের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর : ৪৮০ খ্রীস্টপূর্বাব্দে স্যালামিসের যুদ্ধ হয়েছিল । স্যালামিসের যুদ্ধ এথেন্স ও পারসিকদের মধ্যে হয়েছিল । এথেন্স পারসিকদের পরাজিত করেছিল ।

 প্রশ্ন : ‘ এইসফোরা ’ কী ? কবে এইসফোরা প্রথম প্রবর্তন করা হয় ?

উত্তর : এথেন্সে যুদ্ধের সময় সামরিক খাতে ব্যয় মিটাবার ক্ষেত্রে বিত্তশালী নাগরিকদের উপর যে কর আদায় করা হত তাকে ‘ এইসফোরা ’ বলা হয় ।

প্রশ্ন : ৪২৮ খ্রীস্ট পূর্বাব্দে এইসফোরা প্রথম প্রবর্তন করা হয় । প্যানহেলেনীয় উৎসব কোথায় অনুষ্ঠিত হত ?

উত্তর : প্যানহেলেনীয় উৎসব অনুষ্ঠিত হত—

( ক ) ডেলস ও 

( খ ) নেমিয়াতে । এছাড়াও 

( গ ) অলিম্পিয়া এবং 

( ঘ ) ডেলফিতে ।

প্রশ্ন : এথেন্সের কতকগুলি বন্দরের নাম লেখ ।

উত্তর : এথেন্সে অনেকগুলি গুরুত্বপূর্ণ বন্দর ছিল । এদের মধ্যে—

( ক ) পাইরিউস ,

( খ ) দিয়া ,

( গ ) কানথারস ,

( ঘ ) মৌনিখিয়া প্রভৃতি উল্লেখযোগ্য ।  

প্রশ্ন : এথেন্সের যুদ্ধজাহাজ কয়প্রকারের ছিল ? সেগুলির নাম কী ?

উত্তর : এথেন্সের যুদ্ধজাহাজ প্রধানত তিন প্রকার ছিল । সেগুলি হল

( ক ) পেন্টোকন্টার ,

( খ ) ট্রায়কন্টার ,

( গ ) ট্রাইরিম ।

প্রশ্ন : এ্যাটিকা কবে , কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল ?

উত্তর : এ্যাটিকা আনুমানিক নবম খ্রীস্ট পূর্বাব্দে ঐক্যবদ্ধ হয়েছিল । থিসিয়াস ( Theseus ) -এর নেতৃত্বে এ্যাটিকা ঐক্যবদ্ধ হয়েছিল ।

প্রশ্ন : এথেন্সের শাসন পরিষদ কী নামে পরিচিত ছিল ? পরবর্তীকালে এর নাম কী হয়েছিল ?

উত্তর :  এথেন্সের শাসন পরিষদ ‘ বুল ’ ( Boule ) নামে পরিচিত ছিল । পরবর্তীকালে এর নাম হয়েছিল ‘ এরিওপেগাস ' ( Areopagus ) ।

প্রশ্ন : ' থিটিস ' ( Thetes ) কারা ?

 উত্তর : এথেন্সে ক্ষুদ্র কারিগর সম্প্রদায় এবং ক্ষুদ্র কৃষক সম্প্রদায়কে ‘ থিটিস ’ বলা হত । ‘ থিটিস’রা নাগরিক হলেও কিছুক্ষেত্রে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল ।

প্রশ্ন : ' হিলিয়া ' কী ?

উত্তর : এথেন্সের আদালত ' হিলিয়া ' ( Heliaea ) নামে পরিচিত ছিল । সোলন হিলিয়া আদালত প্রতিষ্ঠা করেছিলেন|

প্রশ্ন :‘ ডেমস ’ ও ‘ ক্রাটোস ' বলতে কী বোঝ ?

উত্তর : গ্রীক শব্দ ‘ ডেমস ’ বলতে পলিসের সাধারণ জনগণকে বোঝায় । ‘ ক্রাটোস বলতে বোঝায় শাসন । ‘ ডেমস ’ , ‘ ক্রাটোস ’ , থেকেই ইংরেজী ‘ ডেমোক্রেসী ’ শব্দটি এসেছে । 

প্রশ্ন : কাইমন কে ছিলেন ?

উত্তর : কাইমন ছিলেন মিল্টিয়াডিসের পুত্র । ৪৭৬ খ্রীস্টপূর্বাব্দ থেকে ৪৬২ খ্রীস্টপূর্বাব্দ পর্যন্ত কাইমন এথেন্সের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ।

প্রশ্ন : কাইমনের রাষ্ট্রনীতির কী উদ্দেশ্য ছিল ?

উত্তর : কাইমনের রাষ্ট্রনীতির দুটি উদ্দেশ্য ছিল ।—

( ক ) স্পার্টা ও এথেন্সের মধ্যে মৈত্রী বজায় রাখা ,

( খ ) পারস্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ।

প্রশ্ন : কবে কাইমনকে নির্বাসনে পাঠানো হয়েছিল ? কাইমন কৰে এথেন্সে ফিরে এলেন ?

উত্তর : ৪৬১ খ্রীস্টপূর্বাব্দে কাইমনকে নির্বাসনে পাঠানো হয়েছিল । কাইমন ৪৫১ খ্রীস্টপূর্বাব্দে এথেন্সে ফিরে এসেছিলেন । 

প্রশ্ন : ইনোফাইটার যুদ্ধ কবে , কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর : ইনোফাইটার যুদ্ধ ৪৫৭ খ্রীস্টপূর্বাব্দে হয়েছিল । ইনোফাইটার যুদ্ধ এথেন্স ও বোয়েসিয়ার মধ্যে হয়েছিল । এই যুদ্ধে এথেন্স বোয়েসিয়াকে পরাজিত করেছিল ।

প্রশ্ন : কখন , কার নেতৃত্বে এথেন্সে চারশত সদস্যের শাসন প্রবর্তিত হয়েছিল ?

উত্তর : এথেন্সে ৪১১ খ্রিস্ট পূর্বাব্দে চারশত সদস্যের শাসন প্রবর্তিত হয়েছিল । ক্লিওফোন ফ্রিনিসাসের নেতৃত্বে এই চারশত সদস্যের শাসন প্রবর্তিত হয়েছিল ।

প্রশ্ন : মার্কসবাদী ঐতিহাসিক মহলে গ্রীক সমাজকে কীভাবে চিহ্নিত করা হয়েছে ?

উত্তর : মার্কসবাদী ঐতিহাসিকগণ প্রাচীন গ্রীক সমাজকে একটি দাস নির্ভর সমাজ বলেছেন এবং গ্রীক উৎপাদন পদ্ধতিকে এক দাস উৎপাদন পদ্ধতি বলে অভিহিত করেছেন ।

প্রশ্ন : গ্রীক সমাজে ক্রীতদাসদের অবস্থান কী ধরনের ছিল ?

উত্তর : প্রাচীন গ্রীক সমাজের সর্ব নিম্নস্তরে ছিল ক্রীতদাস শ্রেণী । তাদের কোন প্রকার ক্ষমতা বা অধিকার ছিল না । তারা প্রভুর সম্পত্তি হিসাবে গণ্য হত ।

প্রশ্ন ; / এথেনীয় সমাজে দাসদের অবস্থা কেমন ছিল ?

উত্তর : এথেনীয় গণতন্ত্র দাসদের শ্রমের উপর নির্ভরশীল ছিল । কিন্তু এথেন্সে দাসদের কোন প্রকার গণতান্ত্রিক সুযোগ - সুবিধা প্রদান করা হয় নি ।