Subscribe Us

শক্তি বিলয়নের রণকৌশল ও পরিশ্রান্তির রণকৌশল বলতে কী বোঝ

প্রশ্ন : শক্তি বিলয়নের রণকৌশল ’ ও ‘ পরিশ্রান্তির রণকৌশল ' বলতে কী বোঝ ?

উত্তর : ‘ শক্তি বিলয়নের রণকৌশল ’ হল কম সময়ের মধ্যে শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করা । ‘ পরিশ্রান্তির রণকৌশল ’ হল — যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখে , ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে এমনভাবে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা যাতে শত্রুপক্ষ যুদ্ধ করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে শান্তিচুক্তি বা আনুগত্য স্বীকার করতে বাধ্য হয় ।