প্রশ্নঃ বৌদ্ধধর্মে ‘ সংঘের ভূমিকা কী ছিল ?
উত্তর : বুদ্ধদেব তাঁর ধর্মমত ও শিষ্যদের সংগঠিত করার জন্য বৌদ্ধভিক্ষু ও ভিক্ষুনীদের সংঘ গঠনের ব্যবস্থা করেন । সংঘ ছিল স্বয়ংসম্পূর্ণ এবং তা গণতান্ত্রিক আদর্শে গঠিত ছিল । বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘের নামে শপথ গ্রহণ অবশ্য কর্তব্য ছিল । প্রতিটি সংঘের ভিক্ষু বা ভিক্ষুণীরা সমবেত হয়ে গণতান্ত্রিক নিয়মে ভোটের মাধ্যমে তাদের মতামত জানাত ও মঠাধ্যক্ষ নির্বাচন করত ।