Subscribe Us

2022】ইতিহাস ছোট প্রশ্ন এবং উত্তর প্রতিবাদী ধর্মের উদ্ভব || ষোড়শ মহাজনপদ মগধ সাম্রাজ্যের উত্থান B.A FIRST YEAR HISTORY

প্রশ্নঃ কার রাজত্বকালে , কোথায় তৃতীয় বৌদ্ধ - সংগীতি আহূত হয়েছিল ? 

উত্তরঃ মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ - সংগীতি আহৃত হয়েছিল । 

প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি ? বুদ্ধের জীবনী গ্রন্থের নাম কী ? 

উত্তরঃ ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মগ্রন্থ । বুদ্ধের জীবনী গ্রন্থের নাম মহাবস্তু ।. 

 প্রশ্নঃ বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থ কী ? এটি কী কী ভাগে বিভক্ত ? 

উত্তরঃ ত্রিপিটক । এর তিনটি ভাগ – সূত্ত পিটক , অভিধম্ম পিটক ও বিনয় পিটক । এই গ্রন্থ পালি ভাষায় রচিত ।

প্রশ্ন : বৌদ্ধ ত্রিরত্ব কী ? 

উত্তরঃ বুদ্ধং শরনং গচ্ছামি , ধর্মং শরণং গচ্ছামি , এবং সংঘ্যং শরনং গচ্ছামি তিন বৌদ্ধ মন্ত্র বৌদ্ধধর্মে ত্রিরত্ন নামে পরিচিত ।

প্রশ্নঃ সিদ্ধার্থ কেন ‘ বুদ্ধ ’ ও ‘ তথাগত ' নামে পরিচিত ? 

উত্তরঃ সিদ্ধার্থ দিব্যজ্ঞান বা বোধিজ্ঞান লাভ করেছিলেন বলে ' বুদ্ধ ' এবং সত্য উপলব্ধি করেছিলেন বলে ‘ তথাগত ' নামে পরিচিত । 

প্রশ্নঃ বুদ্ধদেবের একজন ধনী শিষ্য এবং একজন মহিলা শিষ্যার নাম লেখ । 

উত্তরঃ বুদ্ধদেবের একজন ধনী শিষ্য হলেন অনাথপিন্ডক , যিনি বুদ্ধদেবকে একটি মৃগবন দান করেছিলেন । বুদ্ধদেবের একজন মহিলা শিষ্যা হলেন আম্রপালি ।

প্রশ্নঃ শেষ দুইজন তীর্থঙ্করের নাম কর । তাঁদের শিষ্যদের কী নামে ডাকা হয় ? 

উত্তরঃ শেষ দুইজন তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ এবং মহাবীর । এঁদের শিষ্যদের ‘ জৈন ' নামে ডাকা হয় ।

 প্রশ্নঃ প্রথম ও শেষ জৈন তীর্থঙ্করের নাম কী ? 

উত্তরঃ জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব । শেষ তীর্থঙ্কর মহাবীর ।


প্রশ্নঃ মহাবীর কত বছর বয়সে , কবে কোথায় দেহত্যাগ করেন ? 

উত্তরঃ মহাবীর ৭২ বছর বয়সে , ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে , রাজগৃহের কাছে পাবা নগরীতে অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেন । 

প্রশ্নঃ জৈনধর্মে ‘ ত্রিরত্ন ' কী ? 

উত্তরঃ জৈনধর্মে কর্মবন্ধন ছিন্ন করে মোক্ষলাভের জন্য তিনটি আদর্শের প্রয়োজন যথা — সৎ বিশ্বাস , সৎ আচরণ ও সৎ জ্ঞান । এগুলিকে একত্রে ‘ ত্রিরত্ন ’ বলা হয় । 

প্রশ্নঃ জৈন ধর্মের প্রধান গ্রন্থ কী ? 

উত্তরঃ অঙ্গ , উপাঙ্গ , মূল ও সূত্র — এই চারটি ভাগে জৈন ধর্মগ্রন্থ সংকলিত হয়েছে । 

প্রশ্ন : জৈনধর্মে অনুরাগী দুই রাজার নাম লেখ । 

উত্তরঃ মগধরাজ বিম্বিসার ও অজাতশত্রু জৈনধর্মে অনুরাগী রাজা ছিলেন । 

প্রশ্নঃ মহাবীরের মতে ‘ নির্বাণ ’ কী ? 

উত্তরঃ মহাবীরের মতে নির্বাণ হল মুক্তিলাভের তিনটি উপায় যথা— ( ১ ) সৎ - জ্ঞান ( ২ ) সৎ - কর্ম ( ৩ ) সৎ - ব্যবহার ।

প্রশ্নঃ জৈনধর্মের প্রধান দুটি ভাগ কী কী ? 

উত্তরঃ জৈনধর্মের প্রধান দুটি ভাগ হল – ( ১ ) শ্বেতাম্বর ( ২ ) দিগম্বর । শ্বেতাম্বর অর্থাৎ যারা শ্বেতবস্ত্র পরে থাকেন এবং দিগম্বর অর্থাৎ যারা উলঙ্গ থাকেন ।