Subscribe Us

রোম রাজ্যে রাজা কীভাবে নিযুক্ত হতো

প্রশ্ন : রোম রাজ্যে রাজা কীভাবে নিযুক্ত হতো ?

উত্তর : রোম রাজ্যে রাজপদ বংশানুক্রমিক ছিল না , রাজা জনগণ দ্বারা নির্বাচিত হতো । একজন রাজার মৃত্যুর পর রাজ্য পরিচালনার সমস্ত ক্ষমতা লাভ করত সেনেট । সেনেট তার এক সদস্যকে পাঁচ দিনের মধ্যে নতুন রাজা মনোনীত করার দায়িত্ব অর্পণ করত । তার মনোনীত ব্যক্তিকে সেনেট ও কুরিয়েট সভা গ্রহণ করলে এই ব্যক্তি আমৃত্যু রোমের রাজা হিসাবে শাসন করতেন ।