Subscribe Us

প্রাচীন গ্রীসে ক্রীতদাস ও প্রভুর মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল

প্রশ্ন : প্রাচীন গ্রীসে ক্রীতদাস ও প্রভুর মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল ?

উত্তর : প্রাচীন গ্রীসে ক্রীতদাস ও প্রভুর মধ্যে আনুগত্য ও প্রভুত্বের সম্পর্ক ছিল । ক্রীতদাসরা প্রভুর জমিতে একত্রে কাজ করত এবং প্রভুর পরিবারের সঙ্গে বসবাস করত । অনেক সময় ক্রীতদাসরা নিজের জীবন বিপন্ন করে প্রভুকে রক্ষা করত । বিনিময়ে প্রভূরা ক্রীতদাসদের মুক্তি দিত । আবার অন্যদিকে ক্রীতদাসদের উপর ব্যাপক নির্যাতন , শোষণের ফলে তদের জীবন দুর্বিসহ হয়ে উঠত ।