Subscribe Us

বৌদ্ধধর্মের ( ভারতে ) অবলুপ্তির দুটি কারণ উল্লেখ কর

প্রশ্নঃ বৌদ্ধধর্মের ( ভারতে ) অবলুপ্তির দুটি কারণ উল্লেখ কর । 

উত্তরঃ বৌদ্ধধর্মের পতনের দুটি কারণ হল—

( ১ ) বৌদ্ধধর্ম ক্রমশ পৌত্তলিকতা ও আচার অনুষ্ঠানের সাথে জড়িয়ে পড়েছিল ।

( ২ ) বৌদ্ধধর্মের কেন্দ্রস্থল মঠগুলি ক্রমশই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং সাধুরা আড়ম্বরপ্রিয় হয়ে উঠেছিলেন ।