প্রশ্নঃ ভারতবর্ষের কোন কোন অঞ্চলে মধ্যপ্রস্তর সংস্কৃতি গড়ে উঠেছিল ?
উত্তরঃ ভারতবর্ষে আনুমানিক ৮০০০ খ্রিঃপূর্ব ৪০০০ খ্রিঃ পূর্বর মধ্যে মধ্য প্রস্তর সংস্কৃতি ( Mesolithic Age ) গড়ে উঠেছিল । এই পর্বে মূলত বিহার , উত্তরপ্রদেশ , পশ্চিমবঙ্গ , ওড়িশা , মধ্যপ্রদেশ , রাজস্থান , গুজরাট , অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ু , কর্ণাটক প্রভৃতি স্থানে ( Mesolithic Age ) বা মধ্যপ্রস্তর সংস্কৃতির নিদর্শন মেলে ।