Subscribe Us

বৌদ্ধধর্মের দ্রুত বিস্তার লাভের কারণ কী

প্রশ্নঃ বৌদ্ধধর্মের দ্রুত বিস্তার লাভের কারণ কী ? 

উত্তরঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে জৈন ও বৌদ্ধ ধর্মের উদ্ভব হলেও বৌদ্ধধর্ম জৈনধর্ম অপেক্ষা অনেক দ্রুত ও অনেক বেশি অঞ্চল এমনকি ভারতের সীমানার বাইরে বহুদূরে বিস্তৃত হয়েছিল । এর প্রধান কারণ প্রাচীন যুগে অশোক , কণিষ্ক , হর্ষবর্ধন প্রমুখ বহু শক্তিশালী রাজা বৌদ্ধধর্মাবলম্বী ছিলেন । এঁরা এই ধর্মমত প্রচারে ও প্রসারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন । এছাড়া রাজার ধর্ম হওয়ার জন্য স্বাভাবিক ভাবে জনগণ এই ধর্মে অনুরাগী হয়েছিল ।