Subscribe Us

রোমান সাম্রজ্যের উদ্ভব ও সমাপ্তি কোন সময়ে ঘটেছিল

প্রশ্ন : রোমান সাম্রজ্যের উদ্ভব ও সমাপ্তি কোন সময়ে ঘটেছিল ?

উত্তর : ৭৫৩ খ্রীস্টাবাব্দে রোমকে কেন্দ্র করে রোমান সাম্রজ্যেব উদ্ভব ঘটেছিল । ধীরে ধীরে বিশাল রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম রোমন সাম্রাজ্যে বিভক্ত হয় । আর ৪৭৬ খ্রীস্টাব্দে জার্মান আক্রমণে পশ্চিম রোমান সাম্রজ্যের পতন ঘটে । পূর্ব রোমান সাম্রাজ্য ১৪৫৩ খ্রীস্টাব্দ পর্যন্ত টিকে ছিল ।