Subscribe Us

ভারতে প্রাক্ - ঐতিহাসিক ( প্রাগৈতিহাসিক ) পর্বের সময়কাল কী

প্রশ্ন : ভারতে প্রাক্ - ঐতিহাসিক ( প্রাগৈতিহাসিক ) পর্বের সময়কাল কী ? 

উত্তর : ভারতে প্রাগৈতিহাসিক পর্ব মূলত পুরা প্রস্তর , মধ্য প্রস্তর ও তাম্র প্রস্তর যুগের সমন্বয়ে গঠিত হয়েছে । এর সূচনাকাল আনুমানিক ২০ লক্ষ বছর আগে । ভারতের বিভিন্ন প্রান্তে এটি স্থায়ী ছিল । আনুমানিক ১৫০০ খ্রীষ্টপূর্বে পাঞ্জাব অঞ্চলে বৈদিক সভ্যতা শুরু হলেও ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের লক্ষণ তখনও বজায় ছিল ।