Subscribe Us

বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বৈসাদৃশ্য কোথায়

প্রশ্নঃ বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বৈসাদৃশ্য কোথায় ?

 উত্তরঃ বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বৈসাদৃশ্য—

( ১ ) জৈনধর্ম বহির্ভারতে প্রচারিত হয়নি যদিও বৌদ্ধধর্ম হয়েছিল ।

( ২ ) জড় পদার্থের মধ্যেও জীবনেরঅস্তিত্ব জৈনরা তুলে ধরে কিন্তু তা বৌদ্ধরা বিশ্বাস করেনি ।

( ৩ ) জৈনধর্ম সাধারণ অনুগামীদের কেন্দ্র করে প্রসার লাভ করে , বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এ ভূমিকা নেয় মূলত মঠ ও সন্ন্যাসীরা ।