প্রশ্নঃ ভারতের ইতিহাসে নদ - নদীর প্রভাব কীরূপ ছিল ?
উত্তর : ভারতের প্রাচীন সভ্যতাগুলির বিকাশ ঘটেছিল নদী উপত্যকাগুলিতে । যেমন , সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা , গঙ্গা - যমুনা নদীর উপকূলে আর্য সভ্যতা , কৃষ্ণা , গোদাবরী , তুঙ্গভদ্রা প্রভৃতি নদীর উপকূলে দ্রাবিড় সভ্যতার বিকাশ ঘটেছিল ।