Subscribe Us

উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র ( NBPW ) কী

 প্রশ্নঃ উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র ( NBPW ) কী ? 

উত্তরঃ এগুলি হল এমন প্রকৃতির মৃৎপাত্র সংস্কৃতির অন্তর্ভুক্ত যখন পাত্রগুলির উপরিভাগ খুব মসৃণ এবং কৃষ্ণবর্ণের বা ধূসর বর্ণের হত । এগুলি কুমোরের চাকায় তৈরী এবং আগুনে পোড়ানো হত । মূলত আফগানিস্তান , ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে এই সংস্কৃতি গড়ে উঠেছিল ।