প্রশ্ন : কী ছিল ডেনারিউস ( Denarius ) ?
উত্তর : ডেনারিউস ছিল রোমে প্রস্তুত ছোটো মাপের রূপার মুদ্রা যা আনুমানিক ২১১ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় পিউনিক যুদ্ধের সময়ে প্রস্তুত করা হয়েছিল । এই মুদ্রার বিনিময়ে দশটি ব্রোঞ্জের অ্যাস ( As ) মুদ্রা পাওয়া যেত ।