Subscribe Us

কারা ছিল আরজেনটারী ( rgentarii )

প্রশ্ন : কারা ছিল আরজেনটারী ( Argentarii ) ?

উত্তর : রোমের ব্যবসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত আরজেনটারী নামক ব্যক্তিরা । তারা সরকারি বা ব্যক্তিগত নীলামে কোনো ব্যবসায়ীর প্রতিনিধি হিসাবে কাজ করত । মুদ্রা বিনিময়কারীর ভূমিকা পালন করত এবং অর্থ ধার দেওয়ার মহাজন হিসাবেও কাজ করত । এইসব কাজের বিনিময়ে তারা সুদ ও জিনিষপত্রের মূল্যের একটা অংশ লাভ করত ।